হাইকোর্ট সংগীতশিল্পী মিলা ইসলামকে তার সাবেক স্বামী এস এম পারভেজ সানজারি হত্যাচেষ্টার মামলায় ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন । সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন মিলা। গত ৫ মে মিলার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় অ্যাসিড হামলার অভিযোগে মামলা করেন সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। মিলা ছাড়াও এ মামলায় তার সহকারী পিচার কিমকেও আসামি করা হয়েছে। এর আগেও মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন পারভেজ সানজারি। ওই মামলাটিও তদন্ত করছে পুলিশ।
জানা গেছে, পারভেজ সানজারির বাবা নাসির উদ্দিন বাদী হয়ে অ্যাসিড অপরাধ দমন আইনের ৫(খ) ৭ ধারায় মামলাটি দায়ের করেন। এ সময় এজাহারে তিনি উলেস্নখ করেন, গত ২ জুন রাত ৮টার দিকে উত্তরার তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে পারভেজের গায়ে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরবর্তীতে পারভেজ সানজারিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এসিডে সানজারির দুই ঊরু, পেট, দুই হাত ও পায়ের কিছু অংশ ঝলসে যায়।