সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী ইমরান যুক্তরাজ্যের অগণিত দর্শকদের নিজের গানের জাদুতে বাঁধলেন । ৩০শে জুন যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটে বৈশাখী মেলাতে নিজের দল আই কিংসসহ এক ঘন্টা গান গেয়েছেন এ শিল্পী। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে ইমরান নিজের জনপ্রিয় গান গুলো পরিবেশন করেন। প্রায় ৫০ হাজারেরও বেশি দর্শক শ্রোতাদের মাঝে গান গেয়ে মুগ্ধতা ছড়ান ইমরান। ইমরান বলেন, আমার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি কনসার্ট ছিলো এটি। জমজমাট আয়োজনে আমরা সংগীত পরিবেশন করেছি। প্রবাসী বাঙ্গালী ছাড়াও সেখানকার স্থানীয়রাও আমার গান শুনে মুগ্ধ হন। মনে হচ্ছলি বাংলাদশেইে আছি।
এদিকে যুক্তরাজ্যে শো শেষ করে ইমরান কানাডাও মাতালেন। সোমবার কানাডিয়ান দিবসে টরোন্টোতে তিনি সংগীত পরিবেশন করেন। সেখানেও ইমরানের গানে মুগ্ধ ছিলেন অগণিত দর্শক-শ্রোতা।