যশোরের মণিরামপুরে তৃতীয় শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গোলাম কিবরিয়া (৫৬) নামের এক এনজিও কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর পিতা সোমবার রাতে মণিরামপুর থানায় মামলা করলে পুলিশ গোলাম কিবরিয়াকে ওই রাতেই আটক করে।
থানা সূত্র জানায়, আটক কিবরিয়া ঝিনাইদহ শৈলকুপা উপজেলার আসাননগর গ্রামের মৃত. চাঁদ আলী বিশ্বাসের ছেলে। সে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন যশোরের মণিরামপুর শাখায়া কর্মরত। আর এ চাকুরীর সুবাদে মণিরামপুর তাহেরপুর গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করতেন। মামলার বিবরণ থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী দরিদ্র পরিবারে হওয়ায় অভাবের তাড়নায় কিবরিয়ার বাসায় ঝিয়ের কাজ করতো। এর সুবাদে লম্পট কিবরিয়া তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ওই স্কুল ছাত্রী ৪ মাসের অন্ত: স্বত্তা হয়ে পড়লে তার পরিবারের লোকজন সোমবার পুলিশের স্বরণাপন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক সমেন বিশ্বাস জানান, স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে সোমবার মণিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই রাতেই গোলাম কিবরিয়াকে আটক করা হয়। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীটি পৌরসভাধীন একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী।
এছাড়া স্কুল ছাত্রীর পরিবার সূত্রে জানান যায়, ১০ বছার পূর্বে স্কুল ছাত্রীর পিতা তার মাকে দুই কন্যাসন্তান থাকা অবস্থায় তালাক দেয়। সেই থেকে তারা দুই বোন মায়ের সাথে উপজেলার পাড়দিয়া গ্রামে নানা-নানীর বাড়িতে থেকে পড়া-লেখা করতো। কিন্তু বছর কয়েক পর মা অন্যাত্রে বিয়ে করলে অভাব-অনাটনের সংসারী নানী পেটের তাড়নায় গোলাম কিবরিয়ার বাসায় ঝিয়ের কাজ করতে দেয়। কিবরিয়া তার বাড়িতে ঝিয়ের কাজ করানোর পাশাপাশি পৌর শহরের একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তি করিয়ে দেয়।
থানার কর্মকর্তা ইনচার্জ রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে অভিযুক্ত এনজিও কর্মকর্তা গোলাম কিবরিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অপর দিকে স্কুল ছাত্রীকে থানা পুলিশের হেফাজতে রেখে তার স্বাস্থ্য পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিকেল ৪টার সময় এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত স্কুল ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার কোন রিপোর্ট পাওয়া যায়নি।