নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরের চহঠা এলাকায় পুকুরের পানিতে ডুবে শফিকুল ইসলাম (২০) নামের একাদশ শ্রেণির এক ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত আটটার দিকে স্বজনরা তার লাশ পুকুর থেকে উদ্ধার করেছে।
মৃত শফিকুল ওই এলাকার হারুন হাওলাদারের পুত্র ও কাশিপুর স্কুল এ- কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো। মৃত শফিকুলের ভাই আকতার হোসেন জানান, সোমবার সন্ধ্যায় শফিকুল বাড়ির পাশর্^বর্তী পুকুর পাড়ে বসা ছিলো। কিছুক্ষন পরেই সে নিখোঁজ হয়। অনেক খোঁজখুজির পর রাত আটটার দিকে ওই পুকুর থেকে শফিকুলকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষনিক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। আকতার হোসেন আরও জানান, শফিকুল ইসলাম একজন মৃগি রোগী ছিলো।