সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স সহকারী মহিউদ্দিন তালুকদারের মা সাহেরা খাতুনের মৃত্যুর চারদিন পর তার পিতা আবদুল করিম তালুকদার মারা গেছেন। রবিবার দিবাগত রাতে সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্তকাঠি গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। সোমবার রাতে পারিবারিক গোরস্থানে স্ত্রীর কবরের পাশে স্বামীর মরদেহ দাফন করা হয়েছে।
জানা গেছে, চারদিন আগে গত বুধবার বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবদুল করিম তালুকদারের স্ত্রী সাহেরা খাতুন (৭৮)। আর চারদিন পর রবিবার রাতে ইন্তেকাল করেছেন আবদুল করিম তালুকদার (৮৭)। ফলে তাদের ৬১ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে। মৃত্যুকালে তারা ছেলে-মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। মাত্র চারদিনের ব্যবধানে করিম-সাহেরা দম্পত্তির মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
অপরদিকে চার দিনের ব্যবধানে বিসিসি’র ট্রেড লাইসেন্স সহকারী মহিউদ্দিন তালুকদারের মা ও বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এক শোক বিবৃতিতে তিনি মরহুম ও মরহুমার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।