‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’ এ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ ১০ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারিদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন এবং ময়মনসিংহে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন জেলা শাখা।
সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন ময়মনসিংহ বিভাগীয় শাখার সভাপতি মুহাম্মদ কামরুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান কবির, দপ্তর সম্পাদক আতাউর রহমান।
বক্তারা দাবি আদায়ের লক্ষ্যে আগামি ১৪ জুলাই ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি সফল করার আহবান জানান।