বিরলে বাস চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। এলাকাবাসী প্রতিবাদে সড়ক অবরোধ করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে যান চলাচল স্বাভাবিক করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৭ টায় দিনাজপুর-বিরল (স্থলবন্দর) সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র দামাইল (সিনিয়াপাড়া) নামক স্থানে পিংকি পরিবহণ এর বাসকে রাহবার পরিবহণ বাস ওভারটেকিং করার সময় বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহীকে টেনে হিচড়ে কিছুদূর নিয়ে যায়। বাইসাইকেল আরোহী দিনমজুর একই এলাকার মোঃ হানিফ এর পুত্র মোঃ হাকিম (১৪) গুরুতর আহত হলে পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করলে থানা পুলিশ এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। বিকালে এ রিপোর্ট লিখাকালনি বিনা ময়না তদন্তে লাশ হাসপাতাল থেকে বাড়ীতে নিয়ে এসে পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছিল।
থানার কর্মকর্তা ইনচার্জ এ টি এম গোলাম রসুল জানান, লাশ নেয়ার জন্য আবেদন করায় আইনানুগ কার্যক্রম শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।