২০২০ সালকে শিশু সুরক্ষা বছর ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার চার ইউনিয়নের দুই হাজার ২০০ শিশু।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র প্রজাপতি কেন্দ্রীয় শিশু ফোরামের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ২ হাজার ২০০ শিশু স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরারব প্রদান করা হয়। শিশুদের স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী।
একই সময়ে একই দাবিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র গ্রাম উন্নয়ন কমিটির (সিডিএস) পক্ষ থেকেও শিশুদের দাবির প্রতি সংহতি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর পৃথক অপর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির প্রোগ্রাম কর্মকর্তা শান্তনন সিংহ রায়, গ্রাম উন্নয়ন কমিটির (সিডিএস) প্রতিনিধি নিলুফা ইয়াসমিন, যুব ফোরামের প্রতিনিধি রনি মহন্ত, কেন্দ্রীয় শিশু ফোরামের সভাপতি আশুরা আক্তার প্রমুখ।