ময়মনসিংহের গফরগাঁও উপজেলা ও পৌর যুবলীগের বিশেষ বর্ধিত সভা গতকাল মঙ্গলবার দুপুরে মধ্যবাজারস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক এম, সালাহউদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বদিরুজ্জামান বদি, জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আজহারুল ইসলাম, যুগ্ন-আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, যুগ্ন-আহবায়ক শাহ শওকত উসমান লিটন, যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম পিন্টু।
বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল হালিম মানিক, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডল, উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ প্রমূখ।
সভায় উপজেলা ও পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।