পাবনার সুজানগর থানা পুলিশ মটরসাইকেল ছিনতাই চক্রের হোতাসহ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গত সোমবার রাতে দুলাই যাত্রী ছাউনির পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো উপজেলার চরসুজানগর গ্রামের শামীম বিশ্বাস (৩০), মানিকদীর গ্রামের আবদুল আওয়াল (২২) ও মুজাইতপুর গ্রামের মোহাম্মদ হাবিব (২০)।
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান, এলাকায় মটরসাইকেল ছিনতাইকারীর হোতা হিসাবে পরিচিত ওই শামীম এবং তার চক্রের সদস্য আবদুল আওয়াল ও মোহাম্মদ হাবিব দীর্ঘদিন গা-ঢাকা দিয়ে থাকার পর সোমবার সন্ধ্যা রাতে ঢাকা-পাবনা মহাসড়কের সুজানগর উপজেলাধীন দুলাই যাত্রী ছাউনির পাশে আসে। থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই স্থান থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। যার নাম্বার ঢাকা মেট্রো-ল-১৫-৯৮৬২। থানা পুলিশ জানায়, ওই শামীম ও তার চক্রের সদস্যরা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার অফিস-আদালত, বাসা-বাড়ি ও হাট-বাজার থেকে মটরসাইকেল ছিনতাই করে আসছিল। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে দঃবিঃ ৪১৩ধারায় থানায় মামলা হয়েছে।