নওগাঁর পোরশা নিতপুর সীমান্তের ভারতীয় অভ্যন্তরে সাদ্দাম(৩০) নামে এক বাংলাদেশী রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সে উপজেলার চকবিষ্ণপুর কুমাপুকুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানাগেছে, সোমবার রাতে বেশ কয়েকজন গরু রাখাল বাংলাদেশ সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে অভ্যন্তরে গরু নিতে প্রবেশ করে। গরু নিয়ে আসার সময় ভারতের ক্যাদারীপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও সীমান্তের ২৩১/ঝঅ নম্বর মেইন পিলারের ভারতের অভ্যন্তরে সাদ্দামকে তারা আটক করে। বিজিবির-১৬ নিতপুর ক্যাম্প সূত্রে জানাগেছে, বিষয়টি বিজিবি কতৃপক্ষ জেনেছেন। বিএসএফ তাকে স্থানীয় থানায় হস্তান্তর করেছেন এ ব্যাপারে বিজিবি কতৃপক্ষের করার কিছু নেই বলে জানান।