কিশোরগঞ্জে চাঞ্চল্যকর আব্দুল মন্নান হত্যা মামলার রায়ে দুই জনের যাবজ্জীবন দিয়েছে আদালত। কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম চাঞ্চল্যকর আব্দুল মন্নান হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদ- দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্তরা হলেন- কটিয়াদী উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আলিম উদ্দিন ও তার স্ত্রী নূরজাহান বেগম।
জানা যায়, ২০০৪ সনের ৮ আগস্ট দুপুর ১টায় পারিবারিক কলহের জের হিসেবে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল মন্নানকে ছুরিকাঘাত করে এবং কুপিয়ে হত্যা করে। পরে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সাক্ষ্য জেরা শেষে আসামীদের বিরুদ্ধে দঃ বিঃ ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্থ করে বিচারক উপর্যুক্ত দন্ড প্রদান করেন।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি যজ্ঞেশ্বর রায় চৌধুরী ও আসামি পক্ষে ছিলেন এ্যাড. অশোক সরকার।