চাটমোহর থানা পুলিশ গতকাল সোমবার অভিযান চালিয়ে উপজেলার ছাইকোলা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ছাইকোলা গ্রামের খয়বর হোসেনের ছেলে মন্টু হোসেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।