পাবনার চাটমোহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গলায় ফাঁস নিয়ে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে। নিহত ব্যবসায়ী হলেন চাটমোহর পৌর শহরের নতুন বাজার মহল্লার মৃত বিশ্বনাথ কুন্ডুর ছেলে তপন কুন্ডু (৫০)। সোমবার পুরাতন বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান বিথীকা স্টোরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। তার ছোট মেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে খোঁজ করার পর ব্যবসা প্রতিষ্ঠানের সাটার তুলে তাকে গলায় ফাঁস নেওয়া ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যার কোন কারণ জানা যায়নি। তবে একাধিক সূত্র জানায়,তপন কুন্ডুর পারিবারিক,ব্যবসা ও জমিজমা নিয়ে সমস্যায় ছিলেন।