যশোর শহরের প্রান কেন্দ্রে অবস্থিত সদর পুলিশ ফাঁড়ির পার্শ্বে কয়েক কোটি টাকা মুল্যের সরকারি খাঁস জমি অবশেষে উদ্ধার হলো। যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের নামে বরাদ্দকৃত ওই জমিটি দির্ঘ্যদিন ধরে অবৈধ দখলদার দের হাত থেকে দখল মুক্ত করতে সোমবার সকালে যশোর সদর সহকারি কমিশনার (ভুমি) সৈয়দ জাকির হাসান, পৌর ভুমি সহকারি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান মুক্তি স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তায় ওই খাস জমিটি উদ্ধার করেন। এ সময় যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হোসেন, মোঃ আবদুল ওহাব, মোঃ সিরাজুল ইসলাম, থানা কমান্ডার মোহাম্মদ আলী স্বপন, দপ্তর সম্পাদক মোঃ আঃ সালাম, মোশারফ হোসেন সহ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
ভুমি অফিস সুত্রে জানাযায়, ১০.৯৭ শতক জমিতে ৯টি পরিবার প্রায় ৭০ বছর যাবৎ ঘর বাড়ী তেরী করে বসবাস করে আসছিলো সম্প্রতি ওই জমিটি মুক্তিযোদ্ধা সংসদের নামে বরাদ্দ দেওয়া হয় বলে জানা গেছে। উচ্ছেদকৃত ৯টি পরিবার সহায় সম্বল হাড়িয়ে পথে নেমেছে। অসহায় পরিবার গুলির দাবী দেশ স্বাধীনের পুর্ব্ব হতে তারা ওই জমিতে টিনের ঘর তুলে বসবাস করে আসছে কিন্তু প্রশাসন বিনা নোটিশে তাদের শেষ সম্বল টুকু কেড়ে নিলো। ছেলে মেয়ে নিয়ে তাদের এখন খোলা আকাশের নিচে বসবাস করা ছাড়া আর কোন উপায় নেই। কান্না বিজরিতকণ্ঠে মোঃ আবুল কালাম, মোঃ আবু বক্কার, আবদুল জব্বার, সাফিয়া বেগম, মরিয়ম বিবি, বাচ্চু মিয়া, টিটু মিয়া, মাজেদা বেগম, সুফিয়া বেগম সবকিছু হাড়িয়ে বাকরুদ্ধ্র হয়ে পড়েছেন। সংবাদ মাধ্যম কর্মিদের কাছে তারা মাননীয় প্রধান মন্ত্রীর নিকট মাথা গোঁজার একটু ব্যাবস্থা করে দেওয়ার আকুল আবেদন করেছেন।