যশোর সীমান্ত এলাকার স্থলবন্দর বেনাপোলে বিজিবি কর্তৃক সিএন্ডএফ এজেন্ট ব্যাবসায়ি কামাল হোসেনকে মারপিটের প্রতিবাদে আমদানি রফতানি বন্ধ করে দিয়েছে বিক্ষুদ্ধ ব্যাবসায়িরা। বন্দর সড়কে মিছিল সমাবেশ করেছে তারা। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করছে বন্দর ব্যাবহারকারি বিভিন্ন সংগঠন। ফলে বন্দর সড়কে আটকা পড়েছে হাজারও পন্যবাহি ট্রাক। যান ও পন্য জটের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে পচনশীল পন্য।
পুলিশ ও সিএন্ডএফ ব্যাবসায়িরা জানান,সোমবার দুুপুরে আতœীয়কে নিয়ে সীমান্ত এলাকায় যাওয়ার অনুমতি চাইলে বেনাপোল চেকপোষ্টে কর্মরত বিজিবির নায়েক জিল্লুর রহমান বেনাপোল আরকে ট্রেডার্স এর মালিক ছোট আচড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেনের সাথে অসৌজন্য মূলক আচরণ করে। এ সময় তার পরিচয় দেওয়ায় আওয়ামী লীগের প্রতি বিরুপ মন্তব্য করে তাকে বেধড়ক মারপিট করা হয়। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিএন্ডএফ মালিক ও কর্মচারিরা। ফলে বন্ধ হয়ে যায় আমদানি রফতানি। বিজিবি সদস্যের বিরুদ্ধে সুষ্ঠু বিচারের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন তারা। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলহাজ¦ নররুজামান, যুগ্নসম্পাদক মহাসিন মিলন, কাষ্টম বিসয়ক সম্পাদক নাসির উদ্দিন,সিএন্ডএফ ষ্টাফ অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক নাসির উদ্দিন সহ বন্দর ব্যাবহারকবারী বিভিন্ন সংগঠনের নেতা কর্মিরা-আন্দোলনের সাথে একাত্বতা পোষন করেন। সিএন্ডএফ ব্যাবসায়ি নাসির উদ্দিন বলেন এর বিচার না হওয়া পর্যন্ত বন্দরের সমস্ত কাজ বন্ধ থাকবে।