রোববার রাতে সদর উপজেলার পুলেরহাট ইজিবাইক স্ট্যান্ড থেকে ফেনসিডিলসহ মুরাদ নামে এক যুবককে গ্রেফতার করেছে চাঁচড়া ফাঁড়ি পুলিশ। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুখালী আশ্রয় কেন্দ্রের জাকির হোসেনের ছেলে।
চাঁচড়া ফাঁড়ির এএসআই মাসুম বিল্লাহ বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, রোববার রাত আনুমানিক পৌনে ৯ টায় গোপন সূত্রে খবর পান পুলেরহাট ইজিবাইক স্ট্যান্ডে দু’জন ফেনসিডিল বেচাকেনা করছে। ওই সংবাদের ভিত্তিতে রাত ৯ টায় সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদসহ দু’জন দৌড়ে পালানোর এক পর্যায় মুরাদ হোসেনকে গ্রেফতার করে। এ সময় মধুখালী উপজেলার গেরাখোলা গ্রামের জয়ের ছেলে কার্ত্তিক পালিয়ে যায়। মুরাদের দখল হতে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করে। সোমবার মুরাদকে আদালতে সোপর্দ করা হয়।