সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী পাইনিয়ার ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সেলিম রেজা সভাপতি ও ইউসুপ হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার ক্লাবের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
ক্লাবের ২৫৯ জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা (আনারস প্রতীক) ১৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাসুম বেল্লাল (চেয়ার প্রতীক) পেয়েছেন ১১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ ইউসুপ হোসেন (তালা প্রতীক) ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী প্রসেনজিৎ দাশ (মোরগ প্রতীক) ৯০ ভোট ও হাফিজুল ইসলাম (ফুটবল প্রতীক) ৪৮ ভোট পেয়েছেন। নির্বাচন পরিচালনা করেন শিক্ষক প্রদীপ কুমার ঘোষের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি।