নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত নিয়োগের চুড়ান্ত তালিকায় নাম থাকা সত্ত্বেও চাকুরি নামের সোনার হরিণের দেখা পেলেন না এতিম হতদরিদ্র গোলাম হোসেন। কয়েকদিন চাকুরি করার পরপরই দপ্তরী কাম নৈশ প্রহরীর পদটি ভয়ভীতি দেখিয়ে অবৈধ পন্থায় জবরদখল করে নিয়েছে নিয়োগ পরীক্ষায় চতুর্থ স্থান অর্জনকারী আল আমিন নামে এক মহাপ্রতাপশালী ব্যক্তি। এঘটনার যথাযথ আইনগত প্রতিকার ও চাকুরি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নলতা ইউনিয়নের সন্ন্যাসীর চক গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ভুক্তভোগী গোলাম হোসেন।
সোমবার সকাল ১০ কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গোলাম হোসেন জানান, ২০১৪ সালে সন্ন্যাসীর চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দপ্তরী কাম নৈশপ্রহরী পদে নিয়োগ পরীক্ষায় ৮ জন প্রার্থীর মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেন। ওই পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন সন্ন্যাসীর চক গ্রামের বহু অপকর্মের হোতা মোক্তার আলী গাজী ছেলে আল আমিন। বিধি মোতাবেক তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৪/০৭/১৪ তারিখে ৩৮.০০.২০.১৫০০০০ স্মারকে উপজেলার ১৪ টি বিদ্যালয়ের জন্য ১৪ জন দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের চুড়ান্ত তালিকা করেন। ১৪ জনের ওই তালিকায় তার নাম তৃতীয় ক্রমিকে রয়েছে। তিনি যথাসময়ে যোগদান করতে গেলে নানাভাবে হয়রানি করতে থাকে আল আমিন ও তার সহযোগীরা। ভয়ভীতি উপেক্ষা করে কয়েকদিন দায়িত্ব পালন করেন তিনি। একপর্যায়ে স্থানীয় এক প্রভাবশালীর ব্যক্তি সহায়তায় আল আমিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তার বিধবা মা ও তাকে আটকে রেখে বেধড়ক মারপিট করে। এমনকি এলাকা ছেড়ে না গেলে গুম, খুন, মারপিট ও নাশকতার মামলায় জড়ানোর ভয় দেখানো হয়। জীবন বাঁচাতে তিনি বাধ্য হয়ে এলাকা ছাড়েন। সুচতুর আল আমিন প্রভাব খাটিয়ে জোরপূর্বক স্কুলে যোগদান করতে যান। হিং¯্র আল আমিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবানী রানী স্বর্ণকার গত ১৫/০১/২০১৪ তারিখে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। তদন্তে ঘটনার সত্যতা মিললেও বড় অংকের উৎকোচের বিনিময়ে কোন ব্যবস্থা নেননি তদন্ত কর্মকর্তা। নিরুপায় হয়ে বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি ও সদস্যবৃন্দ বেপরোয়া আল আমিনের বিরুদ্ধে আবারও লিখিত অভিযোগ করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর। কিন্তু এবারও অন্যায় কার্যক্রমের প্রতিকার মেলেনি। পদ জবরদখলকারী ওই আল আমিন দীর্ঘদিন যাবত সম্পূর্ণ অনিয়মতান্ত্রিক ভাবে বেতন ভাতা উত্তোলন করছেন। গোলাম হোসেন আরও জানান, সম্পূর্ণ বৈধভাবে পাওয়া চাকুরি ফিরে পেতে তিনি সাতক্ষীরা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত নিয়োগ সংক্রান্ত কাগজপত্র তলব করলে বর্তমান উপজেলা শিক্ষা কর্মকর্তা তার কার্যালয়ে আল আমিন এর নিয়োগ সংক্রান্ত কোন কাগজপত্রের হদিস পাননি। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তা সন্ন্যাসীর চক প্রাথমিক বিদ্যালয় থেকে আল আমিনের ফাইলপত্র জব্দ করেছেন। নিয়োগপত্র বা এসংক্রান্ত কোন কাগজপত্র না থাকা সত্ত্বেও জোরপূর্বক যোগদান ও প্রভাব খাটিয়ে প্রায় ৫ বছর যাবত সরকারি কোষাগারের অর্থ আত্মসাৎ করেছেন আল আমিন। অন্যায়ভাবে তাকে চাকুরিতে যোগদানে বাঁধা প্রদান, মারপিট ও জীবননাশের ভয়ভীতি প্রদর্শন, অবৈধ পন্থায় সরকারি অর্থ আত্মসাতের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যথাযথ প্রক্রিয়ায় পাওয়া চাকুরিটি অবিলম্বে ফিরে পাওয়ার জন্য সংবাদ সম্মেলন থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় গোলাম হোসেন।