একজন অভিনেতা হিসেবে সাঈদ বাবু তৃপ্তি নিয়ে বেঁচে থাকার জন্য সিনেমায় কাজ করতে চান চ্যালেঞ্জ ছুড়ে দেয়ার মতো চরিত্রগুলোতে। সম্প্রতি ঠিক তেমনি একটি চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটির নাম ‘ন ডরাই’। এটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। এরইমধ্যে সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়েছে। এতে সাঈদ বাবুর অনবদ্য উপস্থিতি সিনেমাটি দেখতে দর্শকের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন এটি মুক্তি পেলে নিঃসন্দেহে সিনেমায় সাঈদ বাবুর কাজ বেড়ে যাবে। ‘ন ডরাই’ সিনেমাতে অভিনয় প্রসঙ্গে সাঈদ বাবু বলেন, সার্ফিং নিয়ে এবারই প্রথম আমাদের দেশে সিনেমা নির্মাণ হলো।
আন্তর্জাতিক মান বজায় রেখেই অংশু সিনেমাটি নির্মাণ করেছেন। এই সিনেমায় আমি একজন সার্ফারের ভূমিকায় অভিনয় করেছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। এই সিনেমায় অভিনয় করতে গিয়ে সার্ফিং শিখতে হয়েছে, শিখতে হয়েছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। আমার বিশ্বাস দর্শকের খুব ভালো লাগবে ‘ন ডরাই’ সিনেমাটি।