পিরোজপুরের নাজিরপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় তিন যুবককে পিটিয়ে জখম করেছে স্থানীয় এক ইউপি সদস্য। গত রবিবার রাতে উপজেলার পশ্চিম বুইচাকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ওই রাতেই নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের লতিফ শেখের ছেলে মাসুম শেখ (২০), একই গ্রামের শ্রীপতি মন্ডলের ছেলে সজল মন্ডল ও পশ্চিম বুইচাকাঠী গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে লোকমান হাওলাদার। এ ঘটনায় আহত মাসুম শেখের বড়ভাই হাসান শেখ বাদী হয়ে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম শহিদুল মোল্লা। সে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। হাসান শেখ জানান, অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল মোল্লা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। এলাকায় ইয়াবা ব্যবসার প্রতিবাদ করায় রবিবার রাতে তাদের তিনজনকে পিটিয়ে জখম করেছে। ঘটনার বিষয়ে জানতে মুঠোফোনে কথা হলে অভিযুক্ত ইউপি সদস্য শহিদুল মোল্লা জানান, জমিজমা নিয়ে একটি শালিস বৈঠকে তাদের বিচার করা হয়। এ সময় তিনি তাদের দু’একটি চড় থাপ্পর মেরেছেন বলে স্বীকার করেন। মাদক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পরে তিনি ওই পথ থেকে ফিরে এসেছেন। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির ওই ইউপি সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য শহিদুল মোল্লা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।