পিরোজপুরের নাজিরপুরে ১৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী এলাকার মেনাজ শেখের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক জুয়েল শেখ (১৮)ওই গ্রামের আশরাফ শেখের ছেলে ও শওকত খান (৪৫) একই গ্রামের মৃত মোসলেম খানের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে গতকাল সোমবার সকালে মাটিভাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক আবদুর রহিমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পশ্চিম বানিয়ারী এলাকা থেকে তাদের আটক করে। এ সময় হেফাজত থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। নাজিরপুর থানার ওসি মো. মুনিরুল ইসলাম মুনির বলেন, 'আটকরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।