বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর-৪২ বিজিবি’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১টায় দিনাজপুর সদর সেক্টর বিজিবি’র প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানে ৪২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গাজী নাহিদুজ্জামান পিএসসি’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুর’র রিজিয়ন কমান্ডার এর পক্ষে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ফুয়াদ, মেজর মোঃ শহিদুল¬াহ ভুইয়া, ৪২ ব্যাটালিয়ানের উপঅধিনায়ক মেজর শামসুজ্জামান মোহাম্মদ আরিফুল ইসলাম, দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু সালেহ মোঃ মাহফুজুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েমসহ বিজিবি’র বিভিন্ন ব্যাটালিয়নের অধিনায়ক, বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, চিকিৎসক, আইনজীবি, চেম্বারের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণসহ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।