রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতনভাতাসহ পেনশন প্রথা এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে দিনাজপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবানে ও দিনাজপুর পৌরসভা শাখার আয়োজনে দিনব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এর ফলে অবস্থান কর্মসূচি পালনের ফলে সকল নাগরিক সেবা বন্ধ থাকে। নাগরিক সেবা না পেয়ে পৌরবাসি বিপাকে পড়েন।
গতকাল সোমবার দিনাজপুর পৌরসভা ভবনের সামনে সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন দিনাজপুর পৌরসভা শাখার সভাপতি মো. মজিবর রহমান বাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিটির সাধারণ ও দিনাজপর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান, দিনাজপুর পৌরসভা শাখার সাধারণ সম্পাদক ও উপ-সহকারী প্রকৗশলী মো. লাইছুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামসুল রানা, উপ-সহকারী প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন, মো. নাজমুল হুদা, পৌরসভার কর্মকর্তা বিশিষ্ট সংগঠক মো. আমজাদ আলী প্রমূখ।
দিনাজপুরের অন্যন্য পৌরসভাতেও একই দাবীতে অবস্থান কর্মসূচি পালন করেছে।
অবস্থান কর্মসূচি থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান হয় তারা।
তারা জানায়, একই দাবীতে ২ জুলাই মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাবের সামনে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে। তারপরও তাদের ন্যায্য দাবী পূরণ করা না হলে আগামি ১৪ জুলাই ঢাকায় জাতীয় প্রেসক্লাব অথবা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসমাবেশ পালন ও আমরন অনশন কর্মসূচি পালন করা হবে বলে সোমবারের অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দেশের বিভিন্ন পৌরসভা কর্মকর্তা-কর্মচারীগনের ২ মাস হতে ৫৮ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন চাকুরী শেষে অবসরে গেলে অবসরকালীন ভাতা না পেয়ে অসহায় হয়ে পড়েন। পৌরসভার আর্থিক অস্বচ্ছলতার কারণে পৌরসভার পক্ষ থেকে তাদের বেতন-ভাতা ও অবসরকালীন ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না।