নাবালিকা মেয়ের সাথে জোরপূর্বক এক যুবকের বিবাহ দেওয়ায় নিকাহ রেজিষ্টারসহ আরো তিনজনের বিরুদ্ধে বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি যুবকের পিতা।
অভিযোগকারী সালাম সরদার ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৪ জুন গৌরনদী উপজেলার আশোকাঠী বাজার থেকে দক্ষিণ বিজয়পুর এলাকার সালাম সরদারের পুত্র রবিউল সরদার (২০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে উজিরপুরের শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের পূর্ব পরিচিত রনি হাওলাদারের বাড়ীতে নিয়ে আসে। একপর্যায়ে রবিউলকে আটকে রেখে মারধর করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রনি হাওলাদারের শ্যালিকা গৌরনদীর বিল্বগ্রাম এলাকার সিদ্দিকুর রহমানের ১৭ বছর বয়সি মেয়ের সাথে চার লক্ষ টাকা কাবিনে লিখে জোরপূর্বক বিয়ে দেয়।
সালাম সরদার অভিযোগ করে বলেন, ঘটনাটি জানার পর নাবালিকা মেয়েকে কিভাবে বিয়ে দেওয়া হয়েছে জানতে চাইলে নিকাহ রেজিষ্টার আমিনুল ইসলাম রিয়াজ মেয়ে পক্ষের সাথে তিন লক্ষ টাকা দিয়ে মিমাংশা হলে কাবিনের কাগজ রেজিষ্টার থেকে ছিরে ফেলার কথা বলেন।
তিনি আরও জানান, নিকাহ রেজিষ্ট্রারের প্রস্তাবে রাজি না হওয়ায় বিবাহের পূর্ন বয়স হওয়ার পর আদালতে মামলা করে চার লক্ষ টাকা আদায় করার হুমকি প্রদান করলে সোমবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। ওইদিনই উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উজিরপুর থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন। তবে ঘটনাটিকে মিথ্যে ও সাজানো বলে অভিযোগ অস্বীকার করেছেন নিকাহ রেজিষ্টার আমিনুল ইসলাম রিয়াজ।