চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতনভাতাদী ও অবসরকালীন পেনশন সুবিধা আদায়ের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন। গতকাল সোমবার সকাল ১০ট থেকে পৌরসভা চত্বরে সকল কর্মকর্তা-কর্মচারীগণ পৌসভার বাইরের গেইটে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন। কর্মবিরতিতে অংশগ্রহণ করেন, সহকারী প্রকৌশলী আবদুল মালেক, কর্মচারী ফেডারেশনের সভাপতি শাহনেওয়াজ, প্রধান সহকারী সায়েরা খাতুন, হিসাব রক্ষক সোহেল রানা, লাইসেন্স পরিদর্শক আহসান হাবিব, জাফর ইকবাল ও সহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। জানা গেছে, ২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও ১৪জুলাই ঢাকাতে বৃহত্তর কর্মসূচি পালিত হবে।