কালীগঞ্জ সরকারি মাহাতাব উদ্দিন কলেজ, শহীদ নুর আলী কলেজ, আলহাজ আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজ, চাপরাইল কলেজ, বারবাজার ডিগ্রী কলেজ,শৈায়াইব নগর ফাযিল মাদরাসাসহ সকল কলেজে ক্লাস উদ্বোধন, নবীন বরণ ও পরিচিতি অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কলেজ পৃথক মিলনায়তনে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ এবং পরিচিতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা।
সরকারি মাহাতাব উদ্দিন কলেজে ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের এমপি আণোয়ারুল আজীম আনার। এ ছাড়া আলহাজ আমজাদ আলী ও আলহাজ ফাইজুর রহমান মহিলা কলেজ, শহীদ নুর আলী কলেজে ও প্রধান অতিথি ছিলেস এমপি আনোয়ারুল আজীম আনার।
ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানের আলোচনা সভায় অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও গঠনমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে মাদক থেকে দুরে থাকতে ও উন্নত জীবন এবং ভবিষ্যত গড়তে সকল শিক্ষার্থীকে আহবান জানিয়ে করানো হয়।