ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের সরকারী ভাবে বেতন-ভাতাসহ যাবতীয় আর্থিক সুযোগ সুবিধা সরকারী ভাবে পাওয়ার দাবিতে কর্মবিরতি পালন করেছে। তারা সোমবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কর্মবিরতি পালন করে।
সারাদেশের পৌর কর্মচারী কর্মকর্তা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার মুল ফটকের সামনে তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।
এ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাহী প্রকৌশলী আবদুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রকৌশলী আবু জাফর, সচিব আব্দুল্লাহ আল মাছুদ, কাউন্সিলর তোরাব আলী, রেজাউল করিম রেজা, মোক্তার হোসেন, কর্মচারী আশরাফ আলী জোয়াদ্দার, ফিরোজ আহমেদ, মাছুদ সিকদার প্রমূখ।