নওগাঁর ধামইরহাটে ১৬৪ তম সান্তাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। ১ লা জুলাই দিবসটি উপলক্ষে উপজেলা পারগানা বাইসি ও আদিবাসী সামাজিক সংস্থার যৌথ উদ্যোগে সকাল ১০ টায় র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পারগানা সেবাস্তিয়ানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, আদিবাসী নেতা ইশ্বর মার্ডি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রামজনম রবিদাস,পৌর কমিটির সভাপতি প্রদীপ কুমার আগারওয়ালা প্রমুখ বক্তব্য রাখেন। সবশেষে আদিবাসী জনগোষ্ঠীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।