রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা ও পেনশন প্রদানের দাবিতে সিংড়া পৌরসভায় কর্ম বিরতি পালন করছে কর্মকর্তা ও কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৯টায় সিংড়া পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ দপ্তরে তালা ঝুলিয়ে সকল নাগরিক সেবা বন্ধ করে দেয়। এ সময় সেবা নিতে এসে অনেক নাগরিক কে ফিরে যেতে দেখা যায়। পরে পৌর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে কর্মকর্তা ও কর্মচারীরা। কর্মসচিতে সিংড়া পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন এর সভাপতি ও প্রধান সহকারী জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শফিকুল ইসলাম, পৌর সচিব আবদুল মতিন, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিনায়ক চক্রবর্তী, প্রকৌশলী শাহিনুর রহমান, সহকারী লাইন ইন্সপেক্টর ইসরাত জাহান, ঠিকাদানকারী সুপার ভাইজার জাকিয়া সুলতানা প্রমূখ।