চলনবিলের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সিংড়া দমদমা পাইলট স্কুল এ- কলেজের বি.এন.সি.সি প্লাটুনের আন আর্মড কমব্যাট দলকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে কলেজ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: আবদুল বাতেন খান। এ সময় উপস্থিত ছিলেন মেজর মোবাসসের, কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, বি.এন.সি.সি’র শিক্ষক গোলাম মোস্তফা প্রমূখ।
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো: আবদুল বাতেন খান বলেন, সিংড়া দমদমা স্কুল এ- কলেজের বি.এন.সি.সি’র কমব্যাট দল খুব ভালো কার্যক্রম করে যাচ্ছে। তাই তাদের এই কার্যক্রমকে আরো বেগবান করতে আজ এই পতিষ্ঠান পরিদর্শন ও চেক প্রদান।