দিনাজপুরের বীরগঞ্জের বালুবাহী ট্রাক্টর চাপায় মোঃ মারুফ (১৬) এবং মোঃ রানা (১৫)নামে মটর সাইকেল আরোহী দুই স্কুল ছাত্র নিহত হয়েছে।
মোঃ মারুফ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের মোঃ আবদুল লতিফের ছেলে এবং মোঃ রানা একই এলাকার পাল্টাপুর গ্রামের মোঃ আনোরুল ইসলামের ছেলে। দুজনেই সনকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র।
সোমবার সকাল ১১টায় উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বীরগঞ্জ-পাকেরহাট সড়কের বেলতলী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম নুরু জানান, সকালে নিজবাড়ী হতে চায়নার তৈরী একটি ডায়াং-৮০ মটর সাইকেল নিয়ে মোঃ মারুফ এবং মোঃ রানাসহ দুই বন্ধু আত্রাই নদীর জয়ন্তীয়া ঘাটে গোসল করার জন্য যাচ্ছিল। পথে বেলতলী বাজার সংলগ্ন এলাকায় বালুবাহী একটি ট্রাক্টর তাদের উপর তুলে দিলে গুরুত্বর আহত হয় দুই মটর সাইকেল আরোহী। স্থানীয় লোকজন মুমুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারজানা জানান, মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় এবং অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
বীরগঞ্জ থানার ওসি সাকিলা পারভিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে ট্রাক্টরটি আটক করা হলেও চালক হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।