বড়াইগ্রামের আহম্মেদপুর এলাকায় ট্রাক চাপায় আবদুল গফুর (৬০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানের যাত্রী ইদ্রিস আলী (৪৫)। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের আহম্মেদপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল গফুর সদর উপজেলার বাগরুম গ্রামের মৃত মেছের আলী প্রামাণিকের ছেলে। আর আহত ইদ্রিস আলী এই গ্রামের রহমত আলীর ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোজাম্মেল হক জানান, ইদ্রিস আলী সকালে আহম্মেদপুর বাজারে লেবু বিক্রি করে আবদুল গফুরের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। পথে আহম্মেদপুর ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে চালক আবদুল গফুর ছিটকে পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। আহত ইদ্রিস আলীকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।