নওগাঁর রাণীনগরে দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষন ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। দর্জি বিজ্ঞান ও বিউটিফিকেশন প্র্র্র্রশিক্ষনের মাধ্যমে মহিলাদের স্বাবল¤ী^ করার লক্ষে রাণীনগর উপজেলা রাজস্ব খাত ও আইজিএ প্রকল্পের আওতায় তিন মাস প্রশিক্ষন শেষে গতকাল সোমবার দুপুরে প্রশিক্ষন ভাতা ও সনদপত্র বিতরন করা হয়। রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল। এ সময় মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদা,প্রশিক্ষক ফরিদা ইয়াসমিন,অর্পিতা মন্ডল ও ফাতেমা আক্তারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দর্জি বিজ্ঞানে ৫০ জন ও বিউটিফিকেশনে ২০জন মহিলা প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষন ভাতার নগদ টাকা,চেক ও সনদ পত্র বিতরণ করা হয়।