সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়রের উদ্দেশ্যে নিজের বক্তব্য ভিডিও করার পর আপলোড করেছেন সিটি কর্পোরেশনের ৩০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আজাদ হোসেন কালাম মোল্লা। রবিবার রাত সাড়ে দশটার দিকে নিজের ফেসবুক ওয়ালে আপলোড করা কাউন্সিলরের ওই ভিডিওটি নিয়ে সোমবার দিনভর পুরো নগরীজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, প্রথমে তিনি (কাউন্সিলর) মেয়র বরাবর প্রেরিত তার অভিযোগপত্রটি পড়ে মেয়রের কাছে কিছু প্রশ্ন রেখেছেন। নিজেকে আওয়ামী লীগ পরিবারের সদস্য দাবি করে ভিডিওটিতে কাউন্সিলর তার নিজের মনের কষ্ট উল্লেখ করে বলেন-আপনি (মেয়র) বলে দেন আমি আর প্রয়োজনে আপনার পরিষদে আসবোনা।
কাউন্সিলর কালাম মোল্লা ভিডিওতে যা বলেছেন তার কিছু অংশ তুলে ধরা হলো-মেয়র মহোদয় কি অন্যায় করেছি আমি, আমি মাসুদ রানার গায়ে কোন হাত দেইনি। শুধু বাগ্বিতন্ডাই হয়েছে। আপনিতো নিজেও এসে আমাকে জিজ্ঞেস করতে পারতেন এবং আমাকে আপনি নিজে শাসন করতে পারতেন। কেন আপনার কর্মচারী দিয়ে আমাকে (একজন কাউন্সিলরকে) অপমানিত ও লাঞ্ছিত করালেন। তারা আপনার কাছে মিথ্যা কথা বলে আমার ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি করেছে। মেয়র মহোদয় আপনি নিজে সরেজমিনে এসে তদন্ত করে দেখেন আমি কোন অন্যায় করেছি কিনা। ভিডিওটিতে কাউন্সিলর ধর্মের কছম দিয়ে বলেন-আমি কারো গায়ে হাত দেইনি। কেন আমাকে এত বড় ক্ষতি করলেন মেয়র মহোদয়। কেন আপনি না জেনে, না শুনে, তদন্ত না করে আমার স্থাপনা ভেঙে দিয়ে ভাবমূর্তি নষ্ট করেছেন। তাতে কি আপনার ভাবমূর্তি নষ্ট হয়নি। আমি কি আওয়ামী লীগের লোক না? আপনি নিজে সরজমিনে আসেন, এসে দেখে সঠিক বিচার করেন।