এক দেশে দুই নীতি মানি না মানব না এই শ্লোগান কে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন আয়োজনে সরকারি তহবিল থেকে বেতন ভাতা ও পেনশনের দাবিতে সারা দেশের এক যোগে ৩২৮টি পৌরসভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারাদিন কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে। এ সময় সান্তাহার পৌরসভার সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিরা কাজ বন্ধ রেখে পৌর চত্বরে অবস্থান করেন। সেখানে বেলা ১২টায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্ম বিরতি কর্মসূচি কে সর্মথন জানিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর নাজিমউদ্দিন খান বাচ্চু, অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার সচিব ও প্রকৌশলী রেজাউল করিম, অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েশনের সংগঠনের সদস্য পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারি এসিসর প্রধান করনিক লুৎফর রহমান, বিলকিস বেগম, জাহাঙ্গীর আলম, বকুল হোসেন, তুহিন ইসলাম প্রমূখ। পরে সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রীয় কর্মসুচির ডাকে আগামীকাল মঙ্গলবার সকালে জেলায় জেলায় সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসুচির পালন করবে।