নদী ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছেন বরিশালের বাবুগঞ্জের নদী তীরবর্তি পরিবারগুলো। বাবুগঞ্জে’র সন্ধা, সুগন্ধা ও আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙ্গনে ইতিমধ্যেই বিলীন হয়েছে বাবুগঞ্জের শত শত ঘরবাড়ি, আবাদি জমি, গুরুত্বপূর্ণ স্থাপনা, নিঃস্ব হয়েছে হাজারো পরিবার। প্রতিনিয়তই বিনিদ্র রাত কাঁটাচ্ছে ভাঙ্গন কবলিত পরিবারগুলো। গত ৬ মাসে মানচিত্র থেকে হারিয়ে গেছে সৈয়দ মোশারফ-রশিদা একাডেমী, আবুল কালাম কলেজ সংযোগ সড়কসহ বেশ কিছু স্থাপনা বসতবাড়িসহ আবাদি জমি দোকান ঘর সহ অন্তত কয়েক একর জমি ফলদ বৃক্ষসহ নদী গর্ভে বিলিন হয়েছে। এছাড়াও ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর(দোয়ারিকা) সেতু, মহিষাদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, আবুল কালাম ডিগ্রী কলেজ, জামেনা খাতুন মাধ্যামিক বিদ্যালয়, পূর্ব ক্ষুদ্রকাঠি গ্রাম, চরসাধুকাঠি মাদ্রাসা, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি জাদুঘর, শত বছরের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ বাজার, মীররগঞ্জ ফেরীঘাট ও বাজারসহ বেশকিছু সরকারী বেসরকারী সামাজিক স্থপনা। পূর্নিমার জোয়ারে পানি কমতে শুরু করলেও নদীতে রয়েছে প্রবল শ্রোত যার কারণে ভাঙ্গন ভয়াবহতা দেখা দিয়েছে। ভাঙ্গন আতঙ্কে আতঙ্কিত এবং দিশেহারা হয়ে পড়েছে বাবুগঞ্জ উপজেলার শত শত পরিবার। অপরিকল্পিত ও অবৈধভাবে বালু উত্তোলনের ফলে চলতি মৌসুমের প্রথম দিকে এ এলাকার বেশ কয়েকটি বসত ঘর সহ আবাদি জমি গ্রাস করেছিল সুগন্ধা। ইতিমধ্যেই এসব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামিম,বরিশাল-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপুসহ পানি উন্নয়ন বোর্ডের উর্দ্ধত্বন কর্মকর্তারা। ভাঙন প্রতিরোধে ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকায় বালু ভর্তি জিওব্যাগ ফেলানোর কাজ শুরু হয়েছে। কিন্তু ভাঙ্গনের অবস্থা এখন এতটাই তীব্র আকার ধারন করেছে যে, প্রতিরোধ কার সম্ভব হচ্ছে না। স্থানীয়দের দাবী অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে অচিরেই ভাঙন কবলিত এলকায় প্রতিরোধে কাজ শুরু না করলে মানচিত্র থেকে হারিয়ে বাবুগঞ্জে চিত্র। এ ব্যাপারের স্থানীয় সাংসদ আলহাজ¦ গোলাম কিবরিয়া টিপু পরিবর্তনকে বলেন বাবুগঞ্জে মুলাদী অঞ্চলের নদী ভাঙন প্রতিরোধে ইতি মধ্যেই বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অচিরেই ভাঙন প্রতিরোধে কাজ করা হবে।