ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা মাহজাবিন প্রাপ্তি জাতীয় পর্যায় মাধ্যমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায়, লোকসঙ্গীতে প্রথম স্থান লাভ করেছে। সে গত ২০ জুন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় পর্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে, গত ২৬ জুন আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাবিলার হাতে সনদ, ক্রেস্ট ও মেডেল তুলে দেন।
নাবিলা মাহজাবিন জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে গৃদকালিন্দিয়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে লোক সঙ্গীতে অংশগ্রহণ করে, উপজেলা, জেলা, বিভাগ ও পরে জাতীয় পর্যায় প্রথম স্থান অধিকার করে এই কৃতিত্ব লাভ করে। নাবিলার মা’ রোজিনা অখতার,গৃদকালিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বাবা এএফএম মাহমুদুল হাসান, পল্লী বিদ্যুাৎ সমিতি-ফরিদগঞ্জে’র সহকারী প্রকৌশলী।