ময়মনসিংহের ভালুকায় ট্রাক ও মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চালক হেলপারসহ তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটে সোমবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি নামকস্থানে।
নিহতরা হলেন, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রসন্নপুর গ্রামের মাছ ব্যবসায়ী আবু তাহের, একই উপজেলার বটতলা গ্রামের পিক আপ চালক তাইজ উদ্দিন ও চালকের সহকারী শিয়াধার গ্রামের বাবলু মিয়া। নিহতরা সবাই মাছবাহী পিক আপ ভ্যানের সামনের কেবিনে বসা ছিল।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ি নামকস্থানে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন দিক থেকে দ্রুত গতির একটি মাছবাহী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ঠ-১১-৯৮৭৫) ধাক্কা দিয়ে ট্রাকের ভিতরে ঢুকে পড়ে। পিকআপ ভ্যানের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক, হেলপার ও এক মাছ ব্যবসায়ী নিহত হয়। তারা নেত্রকোনার মোহনগঞ্জ থেকে পিক আপটিতে মাছ ভর্তি করে বিক্রির জন্য ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করে ভালুকা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।