২৯ বছর আগে স্বামীকে হারিয়ে, শিশু পুত্র (২) কুলে নিয়ে ভিক্ষা করে, রাজ যোগালী, রাস্তার মাটি কাটা, ইট ভেঙ্গে, খেয়ে না খেয়ে বেচেঁ আছেন ফুলবাড়ীয়া পৌর এলাকার করফুলি বেগম (৫২)। বর্তমানে বিস্ মিল্লাহ মেট্রের্স কারখানায় ১শত টাকা মুজুরিতে কাজ করেন। একমাত্র ছেলে ইমান আলী (৩০) অটো রিক্্রসা চালিয়ে তার স্ত্রী ও দুই ছেলে নিয়ে তারি সংসার চলে না। অতি সামান্য জমিতে মাথা গোঁজার ঠাই বসত ভিটা পৌর এলাকার ৫নং ওয়ার্ড নদীর পাড়। এতদিনেও কোন জনপ্রতিনিধিরও নজরে আসেনি স্বামী মৃতে্যুর ২৯ বছর হলেও পাননি কোন বিধোবা ভাতার কার্ড। সরকারের সামাজিক নিরাপত্তার বিভিন্ন প্রকল্পের আওতায় রাষ্ট্রীয় সুবিধার কোন ভাতা কখনো পাননি করফুলি বেগম।
এ ব্যাপারে ফুলবাড়ীয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন অর রশিদ সাথে কথা বললে, তিনি জানান, করফুলির জন্য কার্ডের ব্যবস্থা করা হবে।