নওগাঁর সাপাহার উপজেলার দিঘীর হাট ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীরর শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দিঘীর হাট কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ আবদুল ওয়াহেদ আলী মাষ্টার ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের সহকারী অধ্যাপক শুকুর আলী, গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান,আই সিটি প্রভাষক নুরে আলম, প্রমুখ।
এসময় কলেজের সকল শিক্ষার্থী,অভিভাবক এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন প্রভাষক সাদিকুল ইসলাম।