কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভায় কর্মবিরতি পালন করেছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদানের দাবীতে এ কর্মবিরতি পালন করে তারা। সোমবার দিনভর এ কর্মবিরতি পালন করে পৌর চত্বরে অবস্থান নেয় পৌর কর্মকর্তা কর্মচারীরা। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পৌর সচিব খাইরুল ইসলাম, রহনপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ আবদুল মুকিত আপেল, যুগ্ন সাধারন সম্পাদক মনজুর কাদের, রহনপুর পৌরসভার প্রধান সহকারি সরোয়ার জাহান সেলিম, প্রশাসনিক কর্মকর্তা আবদুল মতিন, সহকারী কর আদায়কারী জাকির হোসেন বিশ্বাস প্রমুখ। এদিকে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ফলে সোমবার এলাকায় হাট বার হওয়াই পুরো শহরে ট্রাফিকের অভাবে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন কর্মীরা কাজ না করায় ময়লা আবর্জনার স্তুপ তৈরি হয়।