পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতা ও পেনশনসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আবারো মাঠে নেমেছে মুক্তাগাছা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগন। টানা দুই দিনের কর্মসুচির ১ম দিন পৌরসভার সম্মুখে অবস্থান কর্মসূচি পালন করবেন পৌরকর্মকর্তা কর্মচারীগণ। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মুক্তাগাছা শাখার ব্যানারে সোমবার (০১ জুলাই) সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন মুক্তাগাছা পৌরসভা ইউনিট কমিটির সভাপতি নির্বাহী প্রকৌশলী মোঃ মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান, পৌরসভার সচিব ও ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ ইউনুছ আলী, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক-১ ও সহকারী প্রকৌশলী মোঃ শাহজাহান কবীর, ময়মনসিংহ বিভাগীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামাল, বস্তি উন্নয়ন কর্মকর্তা সোনিয়া ইয়াসমিন, হিসাব রক্ষণ কর্মকর্তা এমএ বারী আকন্দ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাদেক মিয়া, প্রশাসনিক কর্মকর্তা মো: জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক নূরুল মোমেন খান, সাংগঠনিক সম্পাদক একেএম মাহবুব মোর্শেদ রাসেল, নির্বাহী সদস্য, মো: ছাইদুর রহমান খান, মো: শামীম কবির, সৈয়দ মোকছেদুল হক, হাসিবুর রহমান, খালেদা বেগম প্রমুখ। সংগঠনের বক্তাগণ বলেন দাবী পূরন না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কমিটি ঘোষিত সকল কর্মসূচি পালন করা অব্যাহত থাকবে। এদিকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন করার ফলে পৌর নাগিরকগনের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও অলিগলিতে ময়লা আবর্জনার স্তুপ জমে দূর্গন্ধ ছড়াচ্ছে। জন্ম নিবন্ধন, নাগরিকত্ব সনদ প্রদান বন্ধ থাকায় সেবা গ্রহনকারী নাগরিকগণ সেবা গ্রহনে বঞ্চিত হচ্ছে। এমনকি ইপিআই সেবা কার্যক্রম বন্ধ থাকায় নির্দিষ্ট বয়সের শিশু ও মহিলাগণ ইপিআই সেবা গ্রহন করতে পারছেনা।