পাবনার টেবুনিয়া-চাটমোহর সড়কের আটঘরিয়ার জালালের ঢালু নামক স্থানে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় অজ্ঞাত এক যাত্রী নিহত অপর চারজন আহত হয়েছে। আহতদের আটঘরিয়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আটঘরিয়া থানার এসআই দুলাল উদ্দিন জানান, আজ সোমবার সকালে চাটমোহর থেকে সিএনজি চালিত অটোরিক্সা পাবনা যাওয়ার পথে আটঘরিয়ার জালালের ঢালু নামক স্থানে অপর দিক থেকে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিএনজির এক যাত্রী নিহত ও অপর চার যাত্রী আহত হয়। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।