ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগে নবগঠিত অ্যাডভোকেট শাহাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস উপলক্ষে গতকাল সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ একেএম মাহমুদ হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঁচবাগ ইসলামিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস ও সমাজসেবক মোঃ শাহ আলম। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন পাঁচবাগ ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ রইছ উদ্দিন।