রাজশাহী বাঘা উপজেলার দিঘা উচ্চবিদ্যালয় ও কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় একাদশ শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাউসা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কলেজ পরিচালনা কমিটির সভাপতি আফতাব হোসেন শেখ। প্রভাষক সিরাজুল করিম খোকনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রভাষক নাসিমুজ্জামান, প্রদর্শক নাসির উদ্দীন, পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম ,শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।