বগুড়ার ধুনট উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (২০) নামের এক শ্রমিকের করুন মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
নিহত এনামুল হক উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের পশ্চিমপাড়ার ইন্টু প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মত গতকাল রবিবার দুপুরে সদর এলাকার শুভ ডায়াগনস্টিক সেন্টার নামের একটি তৃত্বীয় তলা ভবনে থাই ফিটিংস লাগানোর কাজ করছিলেন এনামুল হক।
ওই সময় অসাবধানতা বস্বত কাটার মেশিনে বিদ্যুৎ সংযোগ নিতে গিয়ে বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়ে সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
ধুনট থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) ইসমাইল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যুর খবর তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেননি বল জানান তিনি।