যশোরের কেশবপুরে সুদে টাকা নিয়ে ব্যবসা করতে গিয়ে তিন ব্যবসায়ী বিপাকে পড়েছেন। গ্রহণের দ্বিগুণ টাকা দেয়ার পরও দেনা পরিশোধ হতে পারছেন না তারা। ইতোমধ্যে একজন ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠাণ বন্ধ করে আত্মগোপনে রয়েছেন। অপর দু জনের অবস্থা একই পর্যায়ে। ব্যবসায়ীদেও দেয়া ব্লাঙ্ক স্ট্যাম্প ও চেক সুদে কারবারী যথেচ্ছা ব্যবহার করে তাদেও নিকট থেকে সুদের চক্র বৃদ্ধিও টাকা আদায়ে একর পর এক মানষিক চাপ ও হুমকী দিয়ে চলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে পাওনা টাকা পরিশোধ করার পরও ব্লাঙ্ক চেক ফেরৎ না পাওয়ায় থানা পুলিশের মাধ্যমের চেক উদ্ধার করার ঘটনা ঘটেছে।
অভিযোগে জানা গেছে, উপজেলা শহরের ব্যবসায়ী বাবুরাম বিশ্বাসের ছেলে ফাস্ট চয়েজ গার্মেন্টস মালিক স্টিফেন বিশ্বাস তার ব্যবসায়ীক প্রয়োজনে শহরের অপর বিকাশ ব্যাঙ্কিং এর এজেন্ট ভোগতি নরেন্দ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে এস এম আব্দুল্যাহর (তপু) নিকট থেকে ব্লাঙ্ক চেক দিয়ে দে লাখ টাকা গ্রহণ করে। সে সময় শর্ত থাকে যে দেড় লাখ টাকায় তাকে প্রতিমাসে ১৫ হাজার টাকা লভ্যাংশ দিতে হবে। এ টাকা ফেরৎ দিতে আড়াই মাস পর স্টিফেন বিশ্বাস গেলে তাকে তপু সাফ জানাই তার কাছে ২২ লাখ টাকা পাওনা হয়েছে। এ ছাড়া দেয়া ব্লাঙ্ক চেক এর উপর ১০ লাখ টাকা লিখে নিয়ে সোনালী ব্যাঙ্ক কেশবপুর শাখা থেকে চেকটি ডিসঅনার করায়। এর ভিতর স্টিফেন তাকে ১২ লাক টাকা দিয়ে রক্ষা পায়নি দেনার দায় থেকে। বাকি সুদের টাকা আদায়ের জন্য তপু কেশবপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ দু পক্ষের নিকট থেকে শোনার পর ডিস অনার চেক ফেরৎ পায় স্টিফেন বিশ্বাস। এ সময় তপুর দাবিকৃত টাকার মধ্যে ১৮/০৪/২০১৯ ইং তারিখে শালিসী গণের মদ্যস্থতায় স্টিফেন বিশ্বাস তাকে তপুকে ১লাখ ২০ হাজার টাকার একটি চেক দিয়ে পাওনাদি মিটিয়ে নেয়। এবং অভিযোগকারী এস এম আব্দুল্যাহ তপু থানায় আপোশ নামা জমা দেয়। এ ১ লাখ ২০ হাজার টাকার চেক দেয়ার পরও গত ২৬ জুন একজন আইজিবী স্বাক্ষরিত লিগ্যাল নোটিশে পুণরায় ১০ দিনের সময় দিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধ এবং আগামি ৭ জুলাই এর মদ্যে ৪ লাখ টাকা পরিশোধ করার জন্য লিগ্যাল নোটিশ দেয়। বর্তমানে তপুর লাগামহীন সুদের টাকার খপ্পরে পড়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন। ব্যবসায়ী অমিত সরকার, কম্পিউটার ব্যবসায়ী শহিদ সহ একাধিক ব্যক্তি বিপাকে পড়েছেন। ইতোমধ্যে কম্পিউটার ব্যবসায়ী শহিদ তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে এস এম আব্দুল্যাহ তপু সাংবাদিকদের জানান, স্টিফেন বিশ্বাসের সাথে লেন দেন মেটেনি। তিনি এখনও ১০ লাখ টাকা পাবেন। অপর দিকে স্টিফেন বিশ্বাস জানান, সে ১ লাখ ২০ হাজার টাকা পাবে যা শালীসি গণ জানেন।