মুলাদীতে স্বামীর সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে এক স্ত্রী। গত শনিবার রাত ৮টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার ভোঙ্গা কাদিরাবাদ গ্রামের ফারুক হাওলাদারের স্ত্রী জান্নাত (২৫) মুলাদী পৌর সদরের ভাড়াটিয়া বাসার মধ্যে ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আতœহত্যা করে। ফারুক হাওলাদার জানান তিনি মুলাদী বন্দরের আলম মাইক সার্ভিসে কাজ করার সুবাদে মালিক আলম হোসেনের বাসায় ভাড়া থাকেন। গত কয়েকদিন ধরে তার স্ত্রী জান্নাত মোবাইল ফোনে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে শুরু করে। প্রথম দিকে ফারুক বিষয়টি গুরুত্ব না দিলেও শনিবার সকালে মোবাইল ফোনে দীর্ঘ সময় কথা বলার বিষয়ে জানতে চান। এতে স্ত্রী জান্নাত ক্ষিপ্ত হয় এবং তার সাথে কথার কাটাকাটি হয়। স্ত্রীর মোবাইল ফোনে কথা বলার বিষয়টি শাশুড়িকে জানিয়ে ফারুক কাজের জন্য পাশ্ববর্তী হিজলা উপজেলায় চলে যায়। পরে জান্নাতের মা তার কাছে জানতে চাওয়ায় ক্ষিপ্ত হয় এবং মোবাইল ফোনে ফারুককে বাজে কথা বলে। সন্ধ্যা ৭টার দিকে জান্নাতের মোবাইল ফোন বন্ধ পেয়ে ফারুক তার মালিকের স্ত্রীর কাছে ফোন দিয়ে জান্নাতকে দেওয়ার অনুরোধ করেন। মালিকের স্ত্রী বাসার দরজা বন্ধ দেখে জানালা দিয়ে জান্নাতকে ডাকতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করে। এ সময় অন্যান্য বাসার লোকজন এসে দরজা ভেঙ্গে জান্নাতকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মুলাদী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ফারুককে আটক করলেও জান্নাতের মৃত্যুর সাথে তার সম্পৃক্ততা না থাকায় ছেড়ে দেয়। এ ঘটনায় মুলাদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।