“সকল ক্ষেত্রে যৌণ হয়রাণী প্রতিরোধে সমন্বিত আইন প্রনয়ণের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা” রবিবার সকালে জেলার গৌরনদী উপজেলার সিসিডিবি’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এবং গার্লস অ্যাডভোকেসি এ্যালায়েন্স ও প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা এনজিও সমন্ময় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী, সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডী, দি হাঙ্গার প্রোজেক্টের জেলা সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, ফিল্ড সমন্বয়কারী মোজাম্মেল হক, জিডিএস’র নির্বাহী পরিচালক মণীষ চন্দ্র বিশ্বাস, সিডব্লিইউএফডি এর উপজেলা সমন্বয়কারী মিথুন সিকদার প্রমুখ।